অর্থনৈতিক সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বারোপ

2

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও গতকাল সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। খবর বাংলা ট্রিবিউন’র
তিনি জানান, ১৫ মিনিটের আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রতিফলিত করে।
এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রæস এক প্রেস নোটে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। দুজনই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে তাদের অভিন্ন প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেন।