অরবিস ও স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা

51

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক চক্ষুসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত চিকিৎসকদের দুইদিনব্যাপী প্রাথমিক চক্ষুপরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ১৮ ডিসেম্বর মঙ্গলবার সম্পন্ন হয়। কাতার ফান্ড ফর ডেভেলমেন্টের আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। গত ১৭ ডিসেম্বর উখিয়া স্বাস্থ কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে স্বাস্থ অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ, ফ্রেন্ড শীপ, সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রায় ৭৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ও কান্ট্রি চেয়ার এপিবি বাংলাদেশ চ্যাপ্টারের অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন। তিনি বলেন, প্রশিক্ষণের ফলে প্রাথমিক চক্ষুসেবা কার্যক্রমকে বিস্তৃত করার পাশাপাশি একটি সমন্বিত প্রতিবেদন তৈরী এবং মনিটরিং করা সম্ভব হবে। এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মতিন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. নাহিদ ফেরদৌসী, স্বাস্থ অধিদপ্তরের ডা. জহরুল ইসলাম, উখিয়া স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাড. আব্দুল মান্নান,অরবিসের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহমেদ, ডিরেক্টর অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলাউদ্দিন, প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ইউএসএ ভিত্তিক প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশনের কন্সালটেন্ট ড. জেরী ভিনসেন্ট, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কন্সালটেন্ট ডা. মাশরেকা মতিন এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সহকারী অধ্যাপক ডা. মুক্তি রাণী মিত্র প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি