শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী যুব কাফেলা ও রাঙ্গুনিয়া উপজেলা শাখা এবং দক্ষিণ নিশ্চিন্তাপুর প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গারাঙ্গিয়া দরবারস্থ আজিমুশশান ত্বরিকত সম্মেলন ১১ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়াস্থ দক্ষিণ নিশ্চিন্তাপুর স্টেশন সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। শাহসুফি হযরত মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ বড় হুজুর কেবলা (রহ.) ও শাহসুফি মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ ছোট হুজুর কেবলা (রহ.) ও মাওলানা ছালেহ আহামদ মজিদি (রহ.) এবং সকল মুরব্বিদের ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া দরবারে আলীয়া গারাঙ্গিয়ার পীর ছাহেব কেবলা মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী।
প্রধান মেহমান ছিলেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দরবারে আলীয়া গারাঙ্গিয়ার শাহজাদা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মজিদি। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ জাফরাবাদ সিনিয়র ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইউছুফ-বিন-নূরী। দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আইয়ুব খান শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ায়েজীন ছিলেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, দক্ষিণ নিশ্চিন্তাপুর রই সিকদার জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ কাদেরী। মাহফিলের উদ্বোধক ছিলেন ছালেহিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আহমদ ছাফা ও হাফেজ মাওলানা মুহাম্মদ মানুনুর রশিদ। মাহফিলে বক্তারা বলেন, অমুসলিম রোগী হলেও তাকে দেখতে যাওয়া নবী করিম (সা.) সুন্নত। নবী (সা.) অমুসলিম রোগীদের দেখতে যেতেন এবং তাদের ঈমানের দাওয়াত দিতেন। তাদের সেবা করতেন। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. খোরশেদ আলম, মো. বদিউল আলম, মো. জাহাঙ্গীর আলম রনি, মো. আলমগীর, মো. মুছা সওদাগর, মো. সেকান্দর সওদাগর প্রমুখ। বিজ্ঞপ্তি