অমিতের ডাবল সেঞ্চুরির দিনে গালিবেরও শতক

1

স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ড চলছে। রোববার ছিল খেলার দ্বিতীয় দিন। এদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। একই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ আসাদুল্লাহ আল গালিব। কক্সবাজারের একাডেমি মাঠে সিলেটের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ।
প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করেছে সিলেট। সিলেটের হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান। ৪৫৫ বলে ১৮ চার ও ১ ছক্কায় ২১৩ রান করেছেন অমিত। সেঞ্চুরি পেয়েছেন আসাদুল্লাহ আল গালিবও। ২৪২ বলে ১১৫ রান করেছেন তিনি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩১৮ রান করে অলআউট হয়েছে বরিশাল। পরে নিজেদের প্রথম ইনিংসে এখন অবধি ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে চট্টগ্রাম। ব্যাট হাতে চট্টগ্রামের হাল ধরেছেন অধিনায়ক শাহাদাৎ হোসেন দীপু। ১৩৯ বল খেলে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী ইয়াসির আলি চৌধুরীও ১০৬ বল খেলে করেছেন ৮১ রান। সিলেটের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ৩০৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো।
নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিযে ২৫৪ রান করেছে ঢাকা বিভাগ। সর্বোচ্চ ৮৬ রান করেন শামসুর রহমান শুভ।
এছাড়া হাফ সেঞ্চুরি পান গাজী তাহজীবুল ইসলাম, ৬৩ রান আসে তার ব্যাট থেকে। বিভাগের হয়ে চারটি করে উইকেট নেন এনামুল হক ও শুভাগত হোম চৌধুরী। ঢাকা বিভাগের হয়ে ৭২ বলে ৬০ রান করে এখনও অপরাজিত আছেন শুভাগত হোম।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় রংপুর। পরে একই রানে সব উইকেট হারায় রাজশাহীও। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে রংপুর।