হৃতিক ও আনুশকাফারাহ খান-রোহিত শেটির নতুন ছবিতে দেখা যাবে বলিউড স্টার হৃতিক রোশনকে। সঙ্গে থাকছেন আনুশকা শর্মা। বিষয়টি জানান দিচ্ছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। এর ফলে প্রথমবারের মতো সেলুলয়েড পর্দায় হাজির হচ্ছেন বর্তমান বলিউডের অত্যন্ত জনপ্রিয় এই তারকারা। ১৯৮২ সালের বলিউড কালজয়ী ‘সত্তে পে সত্তা’ সিনেমার রিমেক তৈরি করছেন ফারাহ খান ও রোহিত শেটি। সেটার জন্যই জুটিবদ্ধ হচ্ছেন হৃতিক ও আনুশকা। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। তাদের ভূমিকাতেই আসবেন হৃতিক ও আনুশকা। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, আগামী বছরের প্রথমভাগে এর কাজ শুরু হবে। ফারাহ খান এটি ২০২১ সালে মুক্তি দিতে চাইছেন।
তারা আরও জানায়, এর আগে আনুশকার জায়গায় দীপিকা পাড়ুকোনের নাম শোনা গেলেও আপাতত সেটি আর হচ্ছে না। এদিকে ২ অক্টোবর মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’। দর্শক-সমালোচকদের বেশ প্রশংসা পাচ্ছে ছবিটি। পাশাপাশি বক্সঅফিস সুবাতাস ছড়াচ্ছে। ছবিটি গত ১১ দিনে আয় করেছে ২৫৭ কোটি রূপি। আয়ের গড় ও দর্শক প্রতিক্রিয়া বলছে চলচ্চিত্রটি চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে।