ক্রীড়া প্রতিবেদক
এসএস ক্রিকেট ও ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির আয়োজনে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অমর একুশে অনূর্ধ্ব-১৬ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম খেলায় রয়েল ক্রিকেট অ্যাকাডেমি ৬২ রানে এবং দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু স্পোর্টস ক্লাব ৫ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টে শুভসূচনা করে। দিনের প্রথম খেলায় শাইনিং স্পোর্টস ক্রিকেট অ্যাক্যাডেমির বিপক্ষে টস জয়লাভ করে রয়েল ক্রিকেট অ্যাক্যাডেমি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না ৪০ ও তারেক ৩২ রান করেন। জবাবে সাইনিং স্পোর্টস ক্রিকেট অ্যাক্যাডেমি ১৯.৫ ওভারে ৯৩ রান করতেই সবকটি উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৪৯ রান করেন। রয়েল ক্রিকেট অ্যাকাডেমির আরিফ অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন ক্রিকেট প্রশিক্ষক আর ডি নাথ কাজল। দিনের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টস ক্লাব ও ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির মুখোমুখি হয়। টস জিতে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাক্যাডেমি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে রোহান সর্বে্চ্চা ২১ রান করেন। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টস ক্লাব ১৩ ওভারে ৫ উইকেটে ১০২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে বিজয়ী দলের জয়নুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ার্ড গাউছিয়া কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ।











