অভয়মিত্র মহাশ্মশানে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসবের প্রস্তুতি সভা

74

নগরীর কোরবাণীগঞ্জস্থ বলুয়ারদীঘি শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে আসন্ন শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬২তম তিরোধান দিবস উৎসবের প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহাশ্মশান পরিচালনা পরিষদের সহ-সভাপতি এড. তপন কান্তি দাশের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক রতন আচার্য্যরে সঞ্চালনায় সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন পলাশ কান্তি নাথ রণী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ। সভায় আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কারণে উৎসব দুইদিন পূর্বে অর্থাৎ ২৬ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর ধর্মসভা এবং ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর চব্বিশ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ২৮ ডিসেম্বর উষালগ্নে পূর্ণাহুতি করার সিদ্ধান্ত গৃহিত হয়। উৎসবের সার্বিক বিষয়ে আলোচনা করেন পরিষদের সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারী, সহ-সভাপতি আশুতোষ দে, অজয় কুমার বণিক, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, প্রকৌশলী হারাধন আচার্য্য, লায়ন রবিশংকর আচার্য্য, সুভাষ চন্দ্র দাশ, লায়ন দিলীপ কুমার ঘোষ, সাধন চৌধুরী, সরোজ গুহ, সমীর কর, লিটন কান্তি দত্ত, সনজিত বৈদ্য, রুমকী সেনগুপ্ত, অতশী রানী দাশ, গোপাল বিশ্বাস, অরুন চক্রবর্তী, সুকুমার জলদাস, সুকুমার চন্দ্র পাল, প্রদীপ কুমার দাশ (সর্দ্দার), অধীর দাশ (সর্দ্দার), সুবল চন্দ্র দাস, উজ্জ্বল পাল চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, তপন বিহারী দাশ, সমীরন দাশ (সর্দ্দার), সুমন কুমার দাশ, শ্যামল কান্তি চৌধুরী, রাজু দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি