বার্সেলোনার জার্সিতে দানি ওলমোর অভিষেকটা স্বপ্নের মতোই হলো। তার করা গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা। যা দলটির টানা তৃতীয় জয়। লা লিগার ম্যাচে গতকাল রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সা।
যদিও শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল তারা। পরে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় তুলে নেয় দলটি। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৭। ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে সেল্টা ভিগো। আর ৪ পয়েন্ট নিয়ে আটে অবস্থান রায়ো ভায়েকানোর।