সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে দুর্নীতির দায়ে অভিযুক্ত টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র চক্রবর্তীকে স্থায়ীভাবে অব্যাহতির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্ররা। একইভাবে ঐ পদে সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম জহিরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য মানববন্ধনে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে স্লোগান প্রদান করেন।
গতকাল বুধবার সকালে স্কুল ক্যাম্পাস ও উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্র-জনতার দাবির মুখে অভিযুক্ত প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে সিনিয়র শিক্ষক জহিরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।
জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টম্বের দলীয় বিবেচনায় নিয়োগ পান অত্র বিদ্যালয়ের জুুনিয়র শিক্ষক রতন চন্দ্র চক্রবর্তী। পরে ছাত্র ও অভিভাবকরা এ নিয়োগের প্রবল বিরোধিতা করেন। এর মধ্যে প্রধান শিক্ষক হিসেবে রতন চন্দ্র চার বছর দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে বিদ্যালয়ের ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উঠে। পরে তদন্তে তা প্রমাণিত হলে গত মে মাসে তাকে তিন মাসের জন্য অব্যাহতি দিয়ে এর মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত দানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। কিন্তু সে আত্মসাৎকৃত টাকা ফেরত না দিয়ে গত ৩ সেপ্টেম্বর আবার বিদ্যালয়ে যোগদান করতে আসলে ছাত্র ও অভিভাবকরা উত্তেজিত হয়ে উঠেন এবং তাকে অপসারণের দাবি জানান। এ বিষয়ে শিক্ষক রতন চন্দ্রের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে অপরগতা প্রকাশ করেন। ইউএনও একেএম রফিকুল ইসলাম বলেন, ছাত্র-অভিভাবকদের দাবির ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্থায়ীভাবে অব্যাহতি দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে এবং শিক্ষক জহিরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।