অভিমানে যুবকের আত্মহত্যা

3

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ধরপাড়া এলাকায় রুমন দে (৩৮) নামে এক যুবক অভিমানে গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় চন্দনাইশ থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় রুমন দে’র লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি হাশিমপুর ধরপাড়ার তেজন্দ্র দে’র ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, রুমনের নিজস্ব আয়ের কোনো উৎস নেই। সে মাদকাসক্ত ছিল। গত ১৬ দিন আগে তার বাবা মারা যান। বাবাই তার খরচ চালাতো।বাবার মৃত্যুর পর থেকে খরচ না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। গত ৩১ আগস্ট গভীর রাতের যে কোনো সময় রুমন দে তার ঘরের বীমের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।রুমনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।