অভিভাবকহীন সিজেকেএস ক্রিকেট উপ কমিটি আরও পাঁচ সদস্যের পদত্যাগ

1

স্পোর্টস ডেস্ক

সাবেক সহ- সভাপতি মোঃ হাফিজুর রহমান এর পর সিজেকেএস ক্রিকেট উপ কমিটির আরও পাঁচ জন সদস্য সোমবার একযোগে পদত্যাগ করছেন। এবার পদত্যাগকৃত সদস্যরা হলেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক সহ – সভাপতি এ্যাডভোকেট শাহিন আফতাব রেজা চৌধুরী, সৈয়দ আবুল বশর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর ও ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর। ২৫ মে রবিবার জেলা প্রশাসক, চট্টগ্রাম ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম বরাবরে প্রেরিত পৃথক পৃথক পত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে সিজেকেএস ক্রিকেট উপ কমিটিতে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং পদ থেকে তাদের অব্যাহতি প্রদানের অনুরোধ জানান।
উল্লেখ্য এর আগে রবিবার কমিটি থেকে পদত্যাগ করেন সিজেকেএস’র সাবেক সহ- সভাপতি মোঃ হাফিজুর রহমান।
এদিকে সিজেকেএস’র সাবেক কাউন্সিলর ও ক্রিকেটার শাহ্ পরাণ সিজেকেএস’র সাম্প্রতিক কমিটি গঠন নিয়ে সমালোচনা করে বলেছেন, লেকচার মারা অনেক সহজ, নিজের টাকা খরচ করে ক্রিকেট সংগঠক হওয়া হাতের মোয়া নয়। এর জন্য লাগে ঊম্মাদনা, লাগে নিজের টাকা খরচের কলিজা, লাগে লজ্জাহীনভাবে দলের খেলোয়াড়দের টাকা যোগাড় করার জন্য দুয়ারে দুয়ারে যাবার মানসিকতা। রাজনীতির আসকারায় খাতায় নাম লিখানো এক ব্যাপার আর মাঠ চালানো অন্য ব্যাপার. রাজনীতির কোটায় সংগঠক হওয়া যায় কিন্তু সাংগঠনিক দক্ষতা অর্জন করা যায় না। সংগঠকদের হাত ধরেই সংগঠক তৈরি হয়, রাজনীতি মারপ্যাঁচ করে নয়। সংগঠকের সাংগঠনিক বৈশিষ্ট্য জন্মগত – শ্লোগান দিয়ে তেলবাজি করে সংগঠক হওয়া যায় না।
মুরুব্বি বাদে তেলবাজ দিয়ে সিজেকেএস আলোকিত করার মিথ্যা প্রয়াস শুধু মাত্র চট্টগ্রামের খেলাধুলাকে পিছিয়ে দিবে, সাথে বাড়াবে চট্ট-সমাজে মাদকাশক্তির পরিমাণ, বাড়াবে কিশোর গ্যাং এর দোড়াত্ম। তিনি আহবান জানান, আসুন ক্রীড়াংগন রক্ষা করি, সমাজ বাচাই।