অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উৎসব সম্পন্ন

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শ্রীশ্রী ঁঅভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার ৬৮তম তিরোধান উৎসব পাঁচদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ৩০ ডিসেম্বর সকালে সম্পন্ন হয়েছে।
২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তনে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
উৎসবে উপস্থিত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, কার্যকরি সভাপতি রাজীব ধর তমাল, কার্যকরি সম্পাদক বিপ্লব পার্থ, পরিষদের উপদেষ্টা ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, উপদেষ্টা অরূপ রতন চক্রবর্তী, দেবব্রত পাল দেবু, সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত কুমার পান্ডে, পলাশ চৌধুরী, দীপক চৌধুরী কালু, রতন আচার্য্য, অধ্যাপক মিল্টন কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, বাপ্পী দে, ডা. রাজীব বিশ্বাস, ডা. বিপ্লব কান্তি রুদ্র, উজ্জ্বল পাল চৌধুরী, অপু চৌধুরী আকাশ, উজ্জ্বল বরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, অর্থ সম্পাদক সুজন দাশ, পরিষদ কর্মকর্তা মিঠুন রবি দাশ, প্রকৌশলী ভবশংকর ধর, অরূপ দাশ, সুব্রত আইচ, মিঠুন বৈষ্ণব, জীবন মিত্র রাজ, রিমন মহাজন, সাজু দাশ, মিঠুন দাশ প্রমুখ।
উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে ও সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি