নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড বিজনেস ফোরামের আপীলের প্রেক্ষিতে চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। নির্বাচন স্থগিতাদেশ প্রদান করার কারণে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ গতকাল বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন ও প্যানেল লিডার এস এম নূরুল হক।
এতে তারা বলেন, ইউনাইটেড বিজনেস ফোরামের ভুয়া ট্রেড ও টাউন গ্রুপের ৬ জনের প্রার্থিতা বাতিল করার জন্য আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। হাইকোর্ট আমাদের আবেদনের প্রেক্ষিতে ৬ জনের প্রার্থিতা আদেশ স্থগিত ঘোষণা করে এসোসিয়েট গ্রুপ থেকে ৬টি এবং অডিনারি গ্রুপ থেকে ১২টি সর্বমোট ১৮টি পদে নির্বাচন করার আদেশ প্রদান করেন গত ২২ অক্টোবর। আমাদের প্রতিপক্ষ উক্ত অবৈধ ট্রেড ও টাউন গ্রুপকে পুনঃবহালের জন্য চেম্বার জজ আদালত ও সুপ্রিম কোর্র্টে আপীল দায়ের করেন। সেখানেও তারা ব্যর্থ হন। প্রতিপক্ষ পরে নির্বাচন স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে সুপ্রিম কোর্ট আগামী ২ সপ্তাহের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর নির্বাচন স্থাগিতাদেশ প্রদান করেন।
বক্তারা জানান, চট্টগ্রামের ব্যবসায়ীরা যখন দীর্ঘ ষোল বছর ধরে গণতান্ত্রিক পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই স্বার্থান্বেষী মহলের গভীর চক্রান্তে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত হয়ে যায়। আমরা আশা করি হাইকোর্ট কর্তৃক স্থগিত টাউন ও ট্রেড গ্রুপের ৬ জনের প্রার্থিতা বাতিল কার্যকর করে দ্রæত সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যোগ্য ব্যক্তিদের চেম্বারের নেতৃত্বের আসনে আদিষ্ট করবেন। সরকারের নিকট দাবি প্রদান করা হয়, যাতে করে অবৈধভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী চেম্বারের নেতৃত্বের আসনে বসতে না পারেন।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধে উপস্থিত ছিলেন অডিনারি গ্রুপের আহমদুল আলম চৌধুরী রাসেল, এমাদ এরশাদ, জসিম উদ্দীন চৌধুরী, কাজী এমরাম, মো. আবছার হোসেন, আরিফ হোসেন, হুমাউন কবির পাটোয়ারী, এটিএম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আজিজুল হক, মো. রাশেদ আলী, মো. মুছা প্রমুখ। এসোসিয়েট গ্রুপ থেকে উপস্থিত ছিলেন এস এম কামাল উদ্দীন, কামরুল হুদা, মো. আইয়ুব, রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।











