বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন বলেছেন, কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা তা আশা করি না। এই সরকারকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকে জাতি কখনো ছাড় দিবে না। অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে এই সরকারকে সফল করতে হবে। অন্যত্থায় ষড়যন্ত্রকারীরা বার বার ষড়যন্ত্র করে দেশে গোলযোগ সৃষ্টি করবে।
গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহ্ফিল এবং প্রার্থী পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন অ্যাড. সোলায়মান। প্রধান বক্তা ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এসময় প্রধান অতিথি আরও বলেন, ২০২৪ সালে স্বৈরাচারী হাসিনা যেভাবে পালিয়েছে তার দোসররাও আজকে দেশে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আগামিতে কর আইনজীবী সমিতির নির্বাচনে যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তার পরিণতি অনেক ভয়াবহ হবে।
প্রধান বক্তা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে স্বৈরাচারের দোসররা যেন তাফালিং করতে না পারে। এজন্য অতীতের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামি ১০ এপ্রিল কর আইনজীবী সমিতির নির্বাচনে পেশাজীবীদের সম্মান রক্ষার্থে সকলে যেন যার যার অবস্থানে থেকে ২৪ জুলাইকে সম্মান দেখান এবং নিজেদের সম্মান স্ব-উদ্যোগে রক্ষা করেন। তিনি নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহবান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহব্বায়ক একেএম মকবুল কাদের চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবু তাহের, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. মুছা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক, অ্যাড. কফিল উদ্দীন, সিনিয়র কর আইনজীবী মো. গোলাম রব্বানী, সিনিয়র অ্যাড. রফিক, অ্যাড. শামসুল আলম, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জহুরুল আলম, অ্যাড. হাসান আলী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, কোষাধ্যক্ষ সনজয় আচার্য্য, ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত, লাইব্রেরি ও আইটি সম্পাদক কুতুবউদ্দীন।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী আবুল কালাম, সাধারণ সম্পাদকপ্রার্থী সরোয়ার আলম ভ‚ঁইয়া (শিমুল), সহ-সভাপতিপ্রার্থী অ্যাড. ইমাম উদ্দীন, যুগ্ম সম্পাদকপ্রার্থী জামাল উদ্দীন প্রমুখ।
শেষের দিকে চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ কর্তৃক মনোনীত কালাম-শিমুল-জামাল পরিষদ-এর পূর্ণ প্যানেলের পরিচয় করিয়ে দেয়া হয় ও জাতির কল্যাণে ইফতারের আগে বিশেষ মুনাজাত করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি