অবস্থা পর্যবেক্ষণে বিএনপির ৫ সদস্যের টিম মাঠে

1

নিজস্ব প্রতিবেদক

পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছিল বিএনপি। কিন্তু বাস্তবে এ নির্দেশনা তেমন মানা হচ্ছে না। এ নিয়ে মাঠ পর্যায়ে অবস্থা দেখতে একটি টিম গঠন করেছে বিএনপি। ৫ সদস্যের এ টিমের প্রধান করা হয়েছে বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলকে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গতকাল মঙ্গলবার এ টিম গঠন করা হয়েছে। টিমকে সরেজমিনে পর্যবেক্ষণ শেষে প্রকৃত বিষয় অবগত করতে নির্দেশ দেওয়া হয় পত্রে।
গত ১৫ নভেম্বর দৈনিক পূর্বদেশে ‘বিএনপিতে দলীয় নির্দেশ উপেক্ষা, চলছে মোটর শোভাযাত্রা পোস্টার-ব্যানারের ছড়াছড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দলীয় নির্দেশনা উপেক্ষা করে নগর, জেলা, উপজেলায় নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনের ছড়াছড়ির চিত্র তুলে ধরা হয়। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির চিত্র তুলে ধরা হয়। তারও আগে ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে একটি নোটিশ জারি করে পোস্টার, ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। একই সাথে মোটরসাইকেল শোভাযাত্রা নিষেধ করা হয়েছিল।
এদিকে গঠিত ৫ সদস্যের টিমের দলনেতা করা হয়েছে বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলকে। টিমের সদস্যরা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আলী আকবর চুন্নু, জাকির হোসেন নান্নু ও আল মেহেদী তালুকদার।
টিম গঠন করে ইস্যু করা পত্রে বলা হয়, ‘ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এ ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।
পত্রে টিমের দলনেতা আমিরুজ্জামান খান শিমুলকে বলা হয়, নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য আপনার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে আপনার নেতৃত্বে গঠিত টিমকে প্রকৃত বিষয়টি নি¤œস্বাক্ষরকারীর নিকট অবহিত করতে অনুরোধ করছি।