অবসর ঘোষণার দিনেই কোচের দায়িত্ব নিলেন ওয়েড

1

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। অবসর ঘোষণা দেয়ার কিছু সময়ের মধ্যেই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন ৩৬ বর্ষী বাঁহাতি সদ্যসাবেক।
বিবৃতিতে মঙ্গলবার ওয়েডের অবসর এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়েড বলেছেন, ‘আমি পুরোপুরি জানতাম যে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আমার ক্যারিয়ার শেষ হতে চলেছে। এছাড়া বেশ কয়েকবছর ধরেই কোচিংয়ের প্রতি মনোযোগী ছিলাম, অবশেষে আমার সেই আশা পূরণ হয়েছে।’ আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করবেন ওয়েড। ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অজিদের হয়ে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টুয়েন্টি খেলেছেন ওয়েড। ২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন।