স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং ভরসা ছিলেন ডেভিড মালান। একসময় ছিলেন র্যাংকিংয়ের শীর্ষেও। তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে দলে জায়গা হারিয়েছিলেন তিনি। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ৩৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার।
গতকাল বিদায়ের ঘোষণা নিজেই দিয়েছেন মালান। তিনি ৬২ টি-টোয়েন্টির বিপরীতে ৩০ ওয়ানডে ও ২২ টেস্ট খেলেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সদস্য সংক্ষিপ্ত সংস্করণের ১৮৯২ রানের বিপরীতে ওয়ানডে ১৪৫০ ও টেস্টে ১০৭৪ রান করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন মালান।