আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চায়না ইকোনমিক জোনের গেইট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী রিজা মণি জানান, হাবিবুর রহমান বাঁশখালীর গন্ডামারা’র এস আলম পাওয়ার প্লান্টে চাকরি করার সময় আমার সাথে পরিচয়। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় ২০২৩ সালে তিনি আমাকে বিয়ে করেন। আমাদের একটি পুত্র সন্তানও আছে। কয়েকদিন আগে আমি বাঁশখালীর পুঁইছড়ি এলাকার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। দুইদিন ধরে স্বামীকে ফোনে পাচ্ছিলাম না। মনে করেছি রাগ করে হয়তো মোবাইল অফ করে রেখেছেন। কিন্তু শুক্রবার মারা যাওয়ার খবর পেয়ে বাসায় এসে লাশ দেখতে পাই।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।