অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শীত বস্ত্র বিতরণ

1

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা শাখা (রেজি:নং-৩৫২/৯৭) বার্ষিক শীত বস্ত্র ২০২৪ বিতরণ করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি সকাল ১০ টায় সি জি কে এস শপিং কমপ্লেক্স জেলা সমিতির কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সহ সভাপতি মো. দাউদুল ইসলাম, কার্য নিবাহী সদস্য শাহ মো.মুছা, শিবব্রত চক্রবর্তী, সাধারণ সদস্য মোহাম্মাদ কামাল উদ্দীন, ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।
প্রতিবছরের মত এবছর ও প্রথম দিনে ১৭০ জনকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে এবং আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। বার্ষিক বনভোজন কাপ্তাইতে অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্যদের উপস্থিত থেকে অংশ নিতে আহবান করা হয়।বিজ্ঞপ্তি