পূর্বদেশ ডেস্ক
সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া অন্যান্য অভিযানে আরও ৯০৮ জন গ্রেপ্তার হয়েছেন। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এই সময়ে অভিযানে ৪৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান। খবর বাংলানিউজের।
তিনি জানান, ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৮ জনকে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৪৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি করে লোহার দা-চাকু-ছুরি এবং ছয়টি সুইচ গিয়ার চাকু।