অপর্ণাচরণ স্কুলে ‘থ্রি জিরো ক্লাব’ শীর্ষক সেমিনার

3

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজে গত রোববার নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ‘থ্রি জিরো ক্লাব’ কী কেন ও কীভাবে যুক্ত হব-এই বিষয়ে একটি সেমিনার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা প্রকাশের মাধ্যমে শূন্য বেকারত্ব নিয়ে ধারনা দেন সাপোর্ট পারসন ড. মুহাম্মদ কামাল উদ্দিন। শূন্য দারিদ্রতা ও ক্লাব গঠন নিয়ে ধারণা দেন কী পারসন মুজাহিদুল ইসলাম ও শূন্য কার্বন নিয়ে ধারনা দেন ডেপুটি কী পারসন আইয়ুব আদর।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবু তালেব বেলাল তরুণদের চাকরির প্রতি মনোযোগী না হয়ে বরং উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে বলেন, চাকরি হচ্ছে একটি অধীনস্থ কর্ম। আর উদ্যোক্তা একটি স্বাধীন কর্ম। এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হবেন তা নয়, বরং একটি বেকারত্ব দূরীকরণে ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে কলেজটির ছাত্রীদের নিয়ে ৫টি ক্লাব গঠন এবং তা মনিটরিং এর দায়িত্ব নেন কলেজ অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিজ্ঞপ্তি