অপরিচ্ছন্ন পরিবেশ ৩ ব্যবসায়ীকে জরিমানা

1

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে গতকাল নগরীর বাকলিয়া থানার ইসমাইল ফয়েজ রোডে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে পুষ্টি সেমাই কারখানাকে ২০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ মশলা বাজারজাত করার জন্য মজুদ রাখার দায়ে মেসার্স বশর মোল্লা এন্ড কোং কে ৪০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ মসল্লা ক্রাশিঙ করার অপরাধে আল রহমান ক্রাশিঙ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। খবর বিজ্ঞপ্তির