“অন্য এক আমি” এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। কবি আবুল কালাম আজাদ পেশাগতভাবে একজন আইনজীবী হলেও লিখে আসছেন দীর্ঘদিন। কবিতাকে যেমন কবি ভালোবাসেন, কবিতাও কবিকে ছাড়েনি। তাই উভয়ের সখ্যতায় কবির এটি প্রথম প্রয়াস। এই কাব্যগ্রন্থে কবির মোট ২৭ টি কবিতা আছে। প্রতিটা কবিতাই কবি পারিপার্শ্বিক জীবনধারাকে কেন্দ্র করে লিখেছেন। এসব কবিতায় উঠে এসেছে দেশ-কাল ও পরিবেশ। কবি নিজের চোখে যা দেখেছেন তা নিজের আবেগ ও অনুভূতি থেকে কাব্যিক রসে প্রকাশ করেছেন। এই গ্রন্থে “বাঁধন ছেঁড়ার পালা” কবিতায় কবি লিখেছেন – “নব সহস্রাব্দের সফেদ আঁচলে /ঢেকে রাখো তোমার দিগম্বর দেহ,/ আত্মগোপন করে থাকো সেখানে”। কবি আরেক কবিতায় লিখেছেন – “সত্য আরো কিছুকাল স্বপ্ন হয়ে থাক,/ বশীভূত রাখবো আমার আবেগোচ্ছাস”। প্রিয় বিয়োগের দুঃখ প্রকাশ করতে গিয়ে কবি লিখেছেন – “এমনি করিয়া হায়।/ সকলি চলিয়া যায় / ছিন্ন করিয়া সব মায়ার বাঁধন,/ স্নেহ-প্রীতি মমতা, প্রাণের সাধন”।
কবি আবুল কালাম আজাদের এই কাব্যগ্রন্থে তাঁর এক ভিন্নতর কাব্যসত্ত¡ার প্রকাশ পেল। বইটি প্রকাশ করেছে- কক্সবাজার সাহিত্য একাডেমি, প্রচ্ছদ এঁকেছেন- নিয়াজ চৌধুরী তুলি, বইটির মূল্য – ৭০ (সত্তর) টাকা। কবিতার বইটি কক্সবাজার-চট্টগ্রামসহ সবকটি বুকস্টোরে পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থটি পাঠকের কাছে পৌঁছলে কবির প্রাপ্তি শুধু ধন্যবাদ অশেষ।