অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না

1

নগরীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না। গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন। নির্বাচন কমিশন গঠন করে জরুরী ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিন। গত ২৭ সেপ্টেম্বর নগরীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। নগরীর মহানগরীর নিউমার্কেট এলাকায় দোস্ত বিল্ডিং এ পার্টির কর্মী সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন, পার্টির রাংগামাটি জেলার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্টির চট্টগ্রামের সংগঠক ডা. আহমেদ কবীর, পুতুন আলী, স্বপন বড়ুয়া, আব্দুল মান্নান, শ্যামল বডুয়া, অরুণ ধর, জনি বডুয়া, শামসুল হক, মিলন বডুয়া প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৃহত্তর চট্টগ্রাম নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সভায় মৃদুল বড়ুয়াকে আহবায়ক এবং জনি বড়ুয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি