অনৈতিকতার অভিযোগ অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

1

সিন্ডিকেটের কারণে অনেক অভিনয়শিল্পী মূল্যায়ন পাচ্ছেন না, প্রায়ই শোবিজ অঙ্গনে এমন কথা শোনা যায়। অনেক সময় সামাজিকমাধ্যমে ফলোয়ারের সংখ্যা বিবেচনা করেও নাটক, সিরিজ বা সিনেমায় অভিনয়শিল্পী নেওয়া হয়। এ ধরনের অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। নেহা জানান, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন।
সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নেহা লেখেন, আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়- এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।
পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না।