স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যুবা টাইগারদের লক্ষ্য এখন শিরোপা জেতা। সেই আশা পূরণে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সকাল ১১টায় গড়াবে লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আসরের প্রথম সেমিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল। টাইগারদের দাপুটে বোলিংয়ে ৩৭ ওভারে ১১৬ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে ২২.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। আজিজুল ৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে ভিডিও বার্তায় আজিজুল দোয়া চেয়েছেন।
‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন যাতে আমরা ফাইনাল জিততে পারি।’