জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ১৬ থেকে ২২ মে পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৮ সাইক্লিং প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল ২৩ মে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন শিহাব উদ্দীন উপ-পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ, চট্টগ্রাম বিভাগ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (টুলু)সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।