ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর জেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর জেলা (১৫১/২/৩৩.১) সহজেই ৮ উইকেটে ফেনী জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল (১৫০/১০.৪৯.১)কে পরাজিত করে। অপরাজিত ৬৩ রান করে ম্যাচসেরার পুরষ্কার পান বিজয়ী দলের সালমান জাহান।
গতকাল ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার প্রদান করেন বিসিবি পরিচালক মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁয়া।
বিসিবি কর্মকর্তা শাহীন হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর গোলাম মহিউদ্দিন হাসান, শওকত হোছাইন, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, সোহেল আহমদ, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মো: মোমিনুল হক, চট্টগ্রাম জেলা কোচ মাহবুবুল করিম মিঠুসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম ভেন্যুতে বিভাগীয় ফাইনালে এমনকি সেমিফাইনালেও ছিলনা স্বাগতিক চট্টগ্রাম। ৪ ম্যাচের দু’টিতেই হেরে এবার গ্রুপ পর্যায়েই বিদায় নিয়েছে দেশের ক্রিকেটে এক সময়কার পরাশক্তি চট্টগ্রাম।