ক্রীড়া প্রতিবেদক
ইয়ং টাইগার অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠেছে চট্টগ্রাম। চাঁদপুর স্টেডিয়ামে গতকাল ১ম সেমিফাইনালে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল ৬ উইকেটে শক্তিশালী কুমিল্লা জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলকে হারিয়েছে। টস জিতে কুমিল্লা জেলা আগে ব্যাট করে ৭৩ রানে অল আউট হয়ে যায়। সাকিব ১১ রানে ২ টি, ইলমান ৯ রানে ১ টি, আরশাদুল হক আয়ান ১০ রানে ৩ টি ও মারুফ ১০ রানে ৩ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি ৫৪ রান করলে কুমিল্লা জেলা অনুর্ধ্ব ১৪ দল শোচনীয় পরাজয় এড়াতে পারেনি। আরশাদুল হক আয়ান ১৭ রান ও ইষান ২১ রান করে। ফলে চার উইকেট হারিয়ে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৪ দল জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
লক্ষীপুর ও কক্সবাজার অনুর্ধ্ব ১৪ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে আগামীকাল চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল চাঁদপুর স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।