জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রতি বছর দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় (বালক-বালিকা) বাছাই করার জন্য অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচি গ্রহণ করে থাকে। এ বছরও হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, কাবাডি, ভারোত্তোলন, সাইক্লিং, জিমন্যাস্টিকস, জুডো, দাবা ও ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্টে ইভেন্টভিত্তিক দেশের সেরা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখে অনুর্ধ্ব-১৬ হতে হবে (যাদের জন্ম ০১/০১/২০০৯খ্রি. পরে)।
বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধন/এনআইডি/শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, পাসপোর্ট সাইজের ছবি এক কপি, প্রশিক্ষণে অংশগ্রহণে পিতা-মাতা/অভিভাবকের অনাপত্তিপত্র সহ তালিকা করে দাখিল করতে হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারগণ তাঁর উপজেলার সকল ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার করে বর্ণিত ১০টি ডিসিপ্লিনে প্রতিটি ডিসিপ্লিন হতে ০১ (এক) জন করে শ্রেষ্ঠ উপজেলা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে এবং চট্টগ্রাম মহানগরের ৪১ টি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান হতে খেলোয়াড় তালিকা আগামী ১৩ এপ্রিল ২০২৫খ্রি. তারিখের মধ্যে জেলা প্রশাসক, চট্টগ্রাম বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সকল উপজেলা এবং মহানগর থেকে প্রাপ্ত তালিকা অনুসারে ডিসিপ্লিন ভিত্তিক ০১ (এক) জন করে যাচাই বাছাই কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ জেলা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে বাছাইয়ের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর বাছাইকৃত খেলোয়াড় তালিকা প্রেরণ করা হবে।