স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আগামী ১০ আগস্ট পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে মুশফিক-মুমিনুলরা। দুই দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। নতুন সূচিতে ম্যাচটির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। তাতে পরিবর্তন এসেছে পুরো সিরিজেই।
দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ২০ আগস্ট। এরপর ২৬, ২৮ ও ৩০ অগাস্ট তিনটি একদিনের ম্যাচ খেলার কথা পাকিস্তান ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের।
আাগামী ১৭ আগস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ জাতীয় দল। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্টের দল ও ‘এ’ দল একসঙ্গে ঘোষণা করেছে। টেস্টের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হককে রেখে আগেই ‘এ’ দল ঘোষণা করে বিসিবি।
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাতের মধ্য দিয়ে অচলাবস্থা কাটিয়ে মাঠে ফিরল ক্রিকেট। পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল বুধবার থেকে শুরু করেছে অনুশীলন।