অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ: তৌকির

1

‘অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ। অনিয়ম, সিন্ডিকেশন, স্বজনপ্রীতি থাকে, আছে। তবে ব্যক্তি প্রভাবে বা সুবিধায় একটা বড় অংশ কাজের উৎসাহ হারায়।’ দেশের শোবিজ অঙ্গনের বাস্তবতা নিয়ে কথাগুলো বলেছেন সব্যসাচী তারকা তৌকীর আহমেদ। বর্তমান সময়ের পুরস্কার, অনুদান- এসব সিন্ডিকেটে নিয়ন্ত্রণ হচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে এই অভিনেতা বলেন, ‘পুরস্কার, অনুদান, সিনেমার হল পাওয়া, সিনেমা মুক্তি- সব এভাবেই হচ্ছে। আসলে প্রভাব প্রকট হলে মিডিয়ার স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়।’ ‘রূপনগর’, ‘অয়োময়’, ‘সংশপ্তক’ বা ‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না। এ বিষয়ে তৌকির আহমেদ বলেন, ‘জনরুচি বলে যে কথা আছে তার পরিবর্তন হয়েছে। সবাই এখন অস্থির। মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কনটেন্টের দিক থেকে অনেকেই ভায়োলেন্স, থ্রিলার, নেতিবাচক গল্পে নির্ভরশীল হয়ে পড়েছে। ভালো নাটক কারা দেখবে? সবাই তো চ্যানেল, ইউটিউব আর ওটিটিতে থ্রিলার, ক্রাইম দেখতে পছন্দ করে। সেখানেই পুঁজি খাটাবে, যেখানে পাবলিসিটি বেশি।’