অনিয়মের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী উপজেলার দাশেরদীঘির পাড় হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) কানিজ ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
গতকাল রবিবার সকালে পরিচালিত এ অভিযানে ২ ব্যবসায়ীর কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এই জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) কানিজ ফাতেমা জানান, প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণের বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।