দৈনিক জনবানী পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি ও এ্যাড এজেন্সির স্বত্বাধিকারী সাংবাদিক নয়ন কান্তি দে’র শাশুড়ী ও শ্রীশ্রী কালিসিদ্ধা অতুলানন্দ মহাত্মা মহারাজ আশ্রমের একনিষ্ঠ ভক্ত পুতুল চৌধুরী’র মাতা অনিতা চৌধুরী (৬৫) গত ২১ অক্টোবর ইহলোকের ভবলীলা সাঙ্গ করে সাধনোচিত দিব্যধামে গমন করেন। তাঁহার পারলৌকিক আত্মার শান্তিকল্পে আজ ৫ নভেম্বর বুধবার (নিজ বাড়ি) ভোলা মেম্বারের বাড়ি, গ্রাম-পূর্ব তুলাতলী, থানা- আনোয়ারা, চট্টগ্রামে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। পরিবার-পরিজন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং পরম করুনাময়ের নিকট তাঁহার আত্মার সদ্গতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি











