অনলাইনে ঝামেলাবিহীন অগ্রিম টিকিট বিক্রি শুরু

1

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে ঝামেলাবিহীনভাবে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগড় অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। গতকাল দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়। প্রথমদিন ৩১ মে তারিখের টিকিট দেয়া হয়। এদিন থেকেই মূলত ঈদযাত্রা শুরু হবে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে কাউন্টারে চিরচেনা মানুষের ভিড় নেই। প্রয়োজন অনুসারে অনলাইনে রেলসেবা এ্যাপ ব্যবহার করেই যাত্রীরা টিকিট সংগ্রহ করেছেন। তবে প্রথমদিনে কিছু টিকিট অবিক্রিত রয়েছে। পরবর্তী দুই দিন টিকিটের চাহিদা বাড়বে।
রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ পূর্বদেশকে বলেন, ‘আগের নিয়মেই এবারও অনলাইনে শতভাগ টিকিট ছাড়া হয়েছে। কাউন্টারে কোনরূপ টিকিট বিক্রি হবে না। শুধুমাত্র যাত্রার দিন কিছু স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে মিলবে। যাত্রীরা যাতে নির্বিঘেœ ট্রেনযাত্রা করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
রেলওয়ে কর্মকর্তারা জানান, আগামী ৪ এবং ৫ জুনের অগ্রিম টিকিটের চাহিদা যাত্রীদের সবচেয়ে বেশি থাকবে। ট্রেনের আসনসংখ্যা সীমিত থাকায় সবাই টিকিট পাবেন না সেটাই স্বাভাবিক। তবে কয়েকটি ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত বগি প্রস্তুত রাখা হয়েছে। বরাবরের মতো কোচ ও ইঞ্জিন সংকট ভোগাবে বেশি।
রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে গেছে। পূর্বাঞ্চলে এসি চেয়ার, শোভন চেয়ারের চাহিদা বেশি। সুবর্ণ, সোনার বাংলা, পর্যটক, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না। পূর্বাঞ্চলে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আজ বৃহস্পতিবার দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৩ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকিট, ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।