অনবরত আনারস প্রতীকের আচরণবিধি লঙ্ঘন -প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে অভিযোগ -নির্বিকার প্রশাসন

162

পূর্বদেশ অনলাইন
শিক্ষার্থীদের দিয়ে শ্লোগান দেওয়া, নির্বাচনী প্রচারণায় স্থানীয় সাংসদের ছবি ব্যবহার করে প্রচারণ ও ব্যানার টাঙানোসহ নানা অপরাধ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের প্রার্থী খোরশেদুল আলম। এ নিয়ে ৩/৪ বার আচরণবিধি লঙ্ঘনের মোবাইল কোর্টের অধীনে জরিমানা প্রদান করেছেন। এরপরও দল ও এলাকায় প্রভাব দেখিয়ে যাওয়াতে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন আরেক প্রার্থী। সোমবার (৩ জুন) প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলমের প্রার্থীতা বাতিলের দাবিতে অভিযোগ দায়ের করেন আরেক প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া প্রতীক)।এতে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার শুরু থেকেই প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে ৩/৪ বার মোবাইল কোটে জরিমানার সম্মুখীন হলে ও আইনের কোনরূপ তোয়াক্কা না করে গত ৩০ মে বিদ্যালয় চলাকালীন সময়ে দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের আনারস প্রতীক হাতে প্রার্থীর উপস্থিতিতে স্লোগান দিতে বাধ্য করায় উক্ত আনারস প্রতীকের খোরশেদ আলম চৌধুরীর প্রার্থীতা বাতিল সহ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।’ এ বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমি চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। আমি বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেছি, আনারস প্রতীকের প্রার্থী স্থানীয়দের প্রভাবিত করার চেষ্টা করছে। তাছাড়া বহিরাগতদের দিয়ে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবং ভোট ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে তাই নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইনামুল হাসান বলেন, ‘এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি মানতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে। পার্শ্ববর্তী উপজেলা বা পার্বত্য এলাকা থেকে যেন মানুষ আসতে না পারে, সেদিকে খেয়াল রাখছি এবং প্রশাসনকেও অনুরোধ করবো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে।’