অনতিবিলম্বে জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণা করুন

1

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, আপানারা বিপ্লবী সরকার নন, রেগুলার সরকারও নন, আপনারা অন্তর্বতী সরকার। আপনাদের কাজ হচ্ছে দ্রুততার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্যথায় যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হবে। গত ২৩ নভেম্বর চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স অন্তর্বতী সরকারের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন জনগণের হাতে দ্রুততার সাথে ক্ষমতা ফিরিয়ে দেয়ার কাজ শুরু করুন। চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমÐলীর সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল আলম, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাই লাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর পুরাতন রেলস্টেশন, নিউমার্কেট, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা হয়ে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি