অধ্যাপক শ্যামল বড়ুয়া স্মরণসভা পরিষদ গঠিত

54

বাঁশখালী পৌরসভাধীন উত্তর জলদীস্থ প্রয়াত অধ্যাপক শ্যামল বড়ুয়ার স্মরণসভা করার লক্ষে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার নগরীর কাতালগঞ্জস্থ নব পন্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক জীবক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নীলরতন বড়ুয়া, এনজিও কর্মকর্তা প্রিয়তোষ বড়ুয়া সাজু, সংগঠক ময়না বড়ুয়া, অধ্যাপক অনিক বড়ুয়া, স্থপতি প্রভাকরণ বড়ুয়া, অধ্যাপক অসীম বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, শিমুল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, চিকু বড়ুয়া, নিখিল বড়ুয়া, সুনীল বড়ুয়া, ছোটন বড়ুয়া প্রমুখ।
সভায় সকলের সম্মতিক্রমে আগামী ৮ মার্চ শুক্রবার নগরীতে অধ্যাপক শ্যামল বড়ুয়ার স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় এবং এ লক্ষ্যে সাংবাদিক নীলরতন বড়ুয়াকে আহব্বায়ক, স্থপতি প্রভাকরণ বড়ুয়াকে সদস্য সচিব ও অধ্যক্ষ অর্পণ বড়ুয়াকে সমন্বয়কারী করে স্মরণসভা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি