অধ্যাপক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের হিসাব বিভাগের অধ্যাপক রনজিত কুমার রায়কে অবসরজনিত কারণে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেছে। গত ৬ মে কলেজের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুখই মার্মা। কলেজের অধ্যক্ষ প্রফেসর আয়ুর নুরীর সভাপতিত্বে ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সুনীত কুমার মুসুদ্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক অংচাথুই মারমা, জায়তুর নূর বেগম, রুস্তম আলী, বিজয় কুমার বড়–য়া ও সংবর্ধিত অধ্যাপক রনজিত কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা ও নানা উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য অধ্যাপক রনজিত কুমার রায় কলেজ প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে কলেজে হিসাব বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে আসছেন।