অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক

1

বাঁশখালী রবীন্দ্র-নজরুল পাঠাগারের উদ্যোগে ৩০ মে শুক্রবার বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঠাগারের সভাপতি বিপ্লব দেব এর সভাপতিত্বে অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ ৩১তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে কবি, প্রাবন্ধিক, অনুবাদক, কুমিল্লা আর্মি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন বাঁশখালী উপক‚লীয় কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমৃত কারণ, সংস্কৃতিকর্মী মুহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, পথিকৃৎ পাঠাগারের সংগঠক মোহাম্মদ ফারহান দাউদ, জিতু কর্মকার প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের রাজনৈতিক দর্শন ও সাহিত্য পাঠ বর্তমান সময়ে আরো বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের প্রচুর পড়াশোনা, জ্ঞানসাধনা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে নিজেদের উৎকর্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্বকবি বীন্দ্রনাথ ঠাকুরের গভীর মানবতাবোধ, বিদ্রোহী কবি কাজী নজরুলের সংগ্রামী চেতনা ও অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের সাম্যবাদী চেতনা বুকে ধারণ করে সকল অন্যায় রুখে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
রবীন্দ্র-নজরুল পাঠাগারের উদ্যোগে ২৮ মে সকালে অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ, ঐদিন বিকালে আসহাব উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সনদপত্র, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত ‘অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ সেরা রম্য রচনা’ সহ মূল্যবান বই উপহার দেওয়া হয়। আলোচনা শেষে বিপ্লব দে শান্ত রচিত ‘পাঠাগার ও পাঠকের আলো’ নামে একটি নাটিকা মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি