বিশিষ্ট কথাসাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও বাঁশখালী কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর আসহাব উদ্দীন আহমদ এর ৩১তম মৃত্যুবার্ষিকী স্মরণে গত ২৮ মে এক আলোচনা সভা বাঁশখালী কলেজে অধ্যক্ষ মোহাম্মদ ফারুখের সভাপতিত্বে ও অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পশ্চিম বাঁশখালী উপক‚লীয় কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, বাঁশখালী কলেজের অধ্যাপক মো. শহীদ উদ্দীন, অধ্যাপক মো. জসিম উদ্দীন, বাঁশখালী রবীন্দ্র-নজরুল পাঠাগারের সংগঠক শিক্ষক অমৃত কারণ, সংস্কৃতিকর্মী মুহাম্মদ জসীম চৌধুরী, একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাম্মৎ হুমায়রা। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র-নজরুল পাঠাগারের সদস্য ও কলেজ শিক্ষকবৃন্দ প্রফেসর আসহাব উদ্দীন আহমদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ষাটের দশকে বাঁশখালী কলেজ প্রতিষ্ঠা এই জনপদে শিক্ষা আন্দোলনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। প্রকৃতিপ্রেমিক, বইপ্রেমিক ও মানবপ্রেমিক আসহাব উদ্দীন আহমদের জীবনসংগ্রাম অনুসরণ ও তাঁর রচনা পাঠ আজকের দিনে খুবই জরুরি হয়ে পড়েছে। এই জনপদের শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও চেতনাগত উন্নয়নে তিনি পথিকৃৎ পুরুষ। দেশবরেণ্য এই ব্যক্তিত্ব বাঁশখালী কলেজকে এতো ভালোবাসতেন যে, তাঁর ইচ্ছানুসারে মৃত্যুর পর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে ভরপুর বাঁশখালী কলেজ ক্যাম্পাস মসজিদের পাশে তিনি চিরশায়িত হয়ে আছেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের আসহাব উদ্দীন আহমদ স্মৃতিবৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি