অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের মানবিক সহায়তা

1

সড়ক দুর্ঘটনায় আহত এক মেয়েকে দাঁত সংযোজনে সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশন। আহত নুরজাহানকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা ব্যয়ে দাঁত সংযোজন করে দিয়েছে এই ফাউন্ডেশন। যার চিকিৎসার খরচ ৫০ হাজার টাকার ঊর্ধ্বে ছিল, বাকি টাকা ক্রিসেন্ট ডেন্টাল কেয়ারের পক্ষে ডিসকাউন্ট দিয়ে সহযোগিতা করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল বলেন, উক্ত ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, মানবতা নিয়ে কাজ করে থাকেন। নুরজাহান খুবই অসহায় ও দরিদ্র, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার এক পা বিচ্ছিন্ন হয় ও দাঁতগুলো ভেঙে যায়। দাঁত সংযোজন করতে পেরে আমরা আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল, ক্রিসেন্ট ডেন্টাল কেয়ারের পরিচালক মো. আবুল হাসান, ডা. মৌমিতা ধর, মো. জসীম উদ্দিন, মো. সাজারুল প্রমুখ। উল্লেখ্য, অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি