আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আলেমেদ্বীন, শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী গতকাল রাত ১১টা ৫০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
আল্লামা তৈয়ব আলী দীর্ঘ প্রায় ৪০ বছর লালিয়ারহাট হোসাইনিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা ও অধক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নির্লোভ, নিরহংকারী ও সদালাপী আলেম ছিলন।
অধ্যক্ষ তৈয়ব আলীর ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যন ও মহাসচিব এম এ মতিন ও স ম আবদুস সামাদ, সুপ্রিম পার্টির চেয়ারম্যান আল্লামা সৈয়দ সাইফুদ্দিন আল হাসানী, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ, শাহ আল আমিন দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সাদেকুর রহমান হাশেমী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরীসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি











