বোয়ালখালী প্রতিনিধি
মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী শাহ সৈয়্যদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা’র (র.) প্রধান খলিফা হযরত শাহ্ সুফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র একমাত্র খলিফা পীরে ত্বরিকত শাহসূফি অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ বুধববার(১১জুন) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর শাহ্ মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কোরআন শরীফ ও খতমে খাজেগান, সকাল ১০টায় খতমে বোখারী শরীফ ও বাদে আসর খতমে গাউছিয়া শরীফ। বাদে মাগরিব হতে রাত ব্যাপী আলোচনা সভা, জিকির-মাহফিল, কিয়াম-মিলাদ ও আখেরী মুনাজাত।
এতে দরবারের মুরিদ-ভক্ত, আশেক্বীনদের উপস্থিতি কামনা করেছেন দরবারে শাহ মাবুদিয়ার বড় শাহজাদা হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত।