সেমিফাইনাল থেকে বিদায়ের পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোহলি এবং রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ দু’জনের দ্বন্দ্বের কারণেই ভারতকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে! বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই দলের মদ্যে অন্তর্কোন্দলের বিষয়টা প্রকাশ্যে চলে আসে। বিরাট কোহলির নেতৃত্বের অযোগ্যতার কারণেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বলে অভিমত অনেকেরই। তাদের মতে, কোহলিকে সরিয়ে রঙিন পোশাকে ভারতীয় দলের নেতৃত্বে আনা উচিত ওপেনার রোহিত শর্মাকে। এ ব্যাপারে প্রায় সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রোহিতের হাতে রঙিন পোশাকের নেতৃত্ব দেয়ার ব্যাপারে বিসিসিআাইয়ের এক কর্মকর্তা মিডিয়াকে বলেন, ‘পাকাপাকিভাবে রোহিতের হাতে ওয়ানডের নেতৃত্ব তুলে দেওয়ার সময় চলে এসেছে। আর এতে বর্তমান অধিনায়ক ও ম্যানেজম্যান্টেরও সমর্থন রয়েছে।’