অধিনায়ক হয়ে ফিরছেন কোহলি!

2

আসন্ন আইপিএলে ফের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বিরাট কোহলি! ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নিলাম থেকে ‘যোগ্য’ কাউকে না পেলে ফের বিরাটের ঘাড়েই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তবে কোহলি তাতে রাজি হবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। ২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের ওপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত।
কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন কোহলি। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন।