স্পোর্টস ডেস্ক
বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের নতুন যুগের শুরু হয়েছে। হ্যারি ব্রুক নতুন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামার পর দল ৪০০ রান তুলেছে। ব্রুক ২৩৮ রানের বিশাল জয় তুলে নেতৃত্বে কদম বাড়িয়েছেন। পরে বলেছেন, নতুন শুরুর কথা।
ইংল্যান্ডের চারশ রানের ইনিংসে সেঞ্চুরি পাননি কেউ। চার ফিফটির দেখা মিলেছে। যেখানে অধিনায়ক ব্রুকের ৫৮ রানের ইনিংস রয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৩ বলে ৮২ রান করেছেন জ্যাকব বেথেল এবং ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। বার্মিংহামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪০০ রান তোলে ইংল্যান্ড। ফিফটি পান ওপেনার বেন ডাকেট, জো রুটও। জবাব দিতে নেমে ১৬২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৩৮ রানের জয় তোলে স্বাগতিকরা।