অটোরিকশা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

59

গ্যারেজ দারোয়ানের টাকার নামে চাঁদাবাজি বন্ধ, রং পার্কিং প্রতিবন্ধকতা সৃষ্টির নামে মামলা বন্ধ, মিটার ইস্যু নিয়ে মামলা বন্ধ করা, চট্টগ্রাম মহানগরীর জন্য নতুন চার হাজার, ঢাকা মহানগরীর জন্য নতুন পাঁচ হাজার সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশান দেওয়া সহ ইউনিয়নের দেওয়া দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন রেজি: নং-১৪৪১ আয়োজিত নগরীর ফিরিঙ্গী বাজার মোড়ে সদরঘাট থানা কমিটির সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল ভান্ডারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো: রবিউল মাওলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, বিশেষ অতিথি ইউনিয়নের কেন্দ্রীয় সহ সম্পাদক মো: ওমর ফারুক, মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মৃণাল চৌধুরী বলেন, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত সংগঠন। উক্ত সংগঠনের দেয়া দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি চট্টগ্রাম মহানগরীর জন্য নতুন চার হাজার, ঢাকা মহানগরীর জন্য নতুন পাঁচ হাজার সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশান দেওয়া, গ্যারেজ দারোয়ানের টাকার নামে চাঁদাবাজি বন্ধ, রং পার্কিং প্রতিবন্ধকতা সৃষ্টির নামে মামলা বন্ধ, মিটার ইস্যু নিয়ে মামলা বন্ধ করতে হবে। প্রধান বক্তা হারুনুর রশিদ বলেন, যেখানে বর্তমান জনবান্ধব সরকার সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতি বাস্তবায়ন করছেন।
এমতবস্থায় চট্টগ্রামে সিএনজি অটোরিকশা গ্যারেজ মালিকগণ অনৈতি ভাবে সিএনজি অটোরিকশা শ্রমিকদের কাছ থেকে দারোয়ানের টাকার নামে চাঁদাবাজি করছে। সরকার ঘোষিত চট্টগ্রাম মহানগরীর জন্য নতুন চার হাজার, ঢাকা মহানগরীর জন্য নতুন পাঁচ হাজার সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশান দেওয়া নিয়ে তালবাহানা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আবেদন জানান। এতে আরো বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার সভাপতি মো: সেলিম, সিনিয়ার সহ সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক আলাল, মাঝিরঘাট সভাপতি মো: বশির, দারোগাহাট সাধারণ সম্পাদক মো: শাহাজাহান হারুন, সালাউদ্দিন, শাহ আলম, জাকির, জামাল, জাফর, ফলমন্ডির সভাপতি মো: লেদু, জামাল, নিউ মার্কেট সভাপতি মো: আলমগীর, পুরাতন স্টেশন সাধারণ সম্পাদক মো: আলমগীর, কাদের, আকবর প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ফিরিঙ্গী বাজার মোড় হতে সদরঘাট পুরাতন কাস্টম মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি