উত্তর চট্টগ্রামে কয়েক হাজার অটোরিক্সা চালকের জীবন বাচাতে অক্সিজেন এর সন্নিকটে পার্কিং স্ট্যান্ড নির্ধারণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পা শ্রমিক ইউনিয়ন (রেজি নং:চট্ট-১৪৪১)। সম্প্রতি অক্সিজেনস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের এক প্রতিনিধি সভায় উপরোক্ত দাবী জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল ও সিলেট বিভাগ কমিটির সভাপতি বাবু মৃণাল চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ। সভায় প্রধান অতিথি মৃণাল চৌধুরী বলেন চট্টগ্রাম জেলায় অটোরিকশা চালকদেরও জীবনের চাহিদা হলো যাত্রী পরিবহন করে পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করা। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তে অমানবিকভাবে উত্তর চট্টগ্রামের অটোরিকশাগুলিকে প্রায় ২ কিলোমিটার উত্তরে সড়িয়ে দেয়া হয়েছে। তিনি মানবিক কারণে অবিলম্বে অক্সিজেন সন্নিকটে আলাদা পার্কিং স্ট্যান্ড নির্ধারণের দাবী জানান। প্রধান বক্তা জনাব অলি আহামদ বলেন প্রশাসনের ট্রাফিক শৃংখলার ব্যাপারে আগ্রহদের শ্রদ্ধাবোধ আছে। তিনিও মানবিক কারণে আলাদা পার্কিং স্ট্যান্ড ও সিরিয়ালের ভিত্তিতে অটোরিক্সা চালকদের যাত্রী পরিবহনের সুযোগ প্রদানের জন্য প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে অক্সিজেন উপ কমিটির সাধারণ সম্পাদক বেলাল এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী নাছির উদ্দিন, আবদুল করীম, আশিষ কর্মকার প্রমুখ। বিজ্ঞপ্তি