অচিরেই বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু হবে আমিরাতে

1

ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিট ভিসা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিজিট ভিসা চালু হবে। গত সোমবার রাতে দুবাই মিলেনিয়াম ডাউনটাউন হোটেলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সা¤প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের নির্বাচিত রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মামুনুর রশীদ ও মো. সাহেদ আহমেদ রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির আহব্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান আশফাক হোসাইন, ড. রেজা খান, ইউএই বিএনপির প্রথম যুগ্ম আহব্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইয়াকুব সৈনিক, প্রকৌশলী আবদুস সালাম খাঁন, মোহাম্মদ রাজা মল্লিক, শিবলী সাদিক প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের নির্বাচিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে। তাতে কখনো চিড় ধরার সম্ভাবনা নেই।